Advertisement
০৫ মে ২০২৪
Army major shot dead

নিয়ন্ত্রণরেখায় মোবাইল ব্যবহার নিয়ে বচসা, মেজরকে গুলি জওয়ানের

নিয়ন্ত্রণরেখার মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গায় কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার করার জন্য ওই জওয়ানকে ভর্ত্সনা করেন মেজর। তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। সেই সময় কোনও ভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়। আর তাই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১২:৪০
Share: Save:

কর্মরত অবস্থায় জওয়ানকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে ফেলেছিলেন তাঁর উর্ধ্বতন অফিসার। তখনই নিষেধ করেছিলেন ফোন ব্যবহার করতে। এর পর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে জওয়ানকে ডেকে পাঠান সেনা ছাউনিতে। জিজ্ঞাসাবাদের সময়ই মেজরের সঙ্গে বচসা বাধে ওই জওয়ানের। আর তখনই নিজের এ কে ৪৭ থেকে গুলি চালিয়ে দেন ওই জওয়ান। ঘটনাস্থলেই মারা যান মেজর শিখর থাপা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে।

পুলিশ সূত্রে খবর, পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখার বুচারে কর্মরত ছিলেন কাথিরেসন জি নামে অষ্টম রাষ্ট্রীয় রাইফেলসে নায়েক পদমর্যাদার এক জওয়ান। সোমবার রুটিন টহলের সময় তাঁকে কর্মরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন ওই বাহিনীর মেজর শেখর থাপা। নিয়ন্ত্রণরেখার মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গায় কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার করার জন্য ওই জওয়ানকে ভর্ত্সনা করেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে কম্যান্ডিং অফিসারের কাছে রিপোর্ট করবেন বলেও সতর্ক করেন ওই মেজর। তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। সেই সময় কোনও ভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়। আর তাই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।

আরও পড়ুন: কাশ্মীরে সেনার গুলিতে মৃত তিন লস্কর জঙ্গি

এর পর নিজের সার্ভিস রাইফেল একে ৪৭ থেকে ওই মেজরকে গুলি করেন ওই জওয়ান। মোট পাঁচ বার গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেজর থাপার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জম্মু কাশ্মীরের উরি সেক্টরে কর্মরত মেজর থাপা প্রথমে ৭১ আর্মর্ড রেজিমেন্টে ছিলেন। পরে তাঁকে জঙ্গি দমনের কাজে পাঠানো হয় সেনার এলিট ইউনিট ৮ রাষ্ট্রীয় রাইফেলসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Loc Indian Army CRPF Jammu & Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE