Advertisement
০৩ মে ২০২৪

শুক্লজির ‘উপহার’-এ অভিভূত রামিজ

অফিস থেকে বেরিয়ে প্রার্থনায় যেতে হবে। বেশি সময়ও হাতে নেই। তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়েই সামনেই একটি অটোতে উঠে পড়ে মুম্বইয়ের বাসিন্দা রামিজ শেখ চালককে বলেছিলেন গন্তব্যস্থলে নিয়ে যেতে।

অটোচালক শুক্লজি। ছবি: ফেসবুক।

অটোচালক শুক্লজি। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৮:২১
Share: Save:

অফিস থেকে বেরিয়ে প্রার্থনায় যেতে হবে। বেশি সময়ও হাতে নেই। তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়েই সামনেই একটি অটোতে উঠে পড়ে মুম্বইয়ের বাসিন্দা রামিজ শেখ চালককে বলেছিলেন গন্তব্যস্থলে নিয়ে যেতে। সেখানে পৌঁছে চালককে টাকা দিতে গিয়ে দেখেন, সর্বনাশ! তাড়াহুড়োতে অফিসেই টাকার ব্যাগটা ফেলে এসেছেন। কী ভাবে অটোচালককে ভাড়া দেবেই ভেবেই অস্থির রামিজ। এ দিকে প্রার্থনারও সময় প্রায় দোরগোড়ায়! রামিজের মুখের দিকে তাকিয়ে চালক বুঝে গিয়েছিলেন কিছু একটা ঘটেছে। রামিজ অটোচালককে বলেন, “আপনি একটু অপেক্ষা করুন, প্রার্থনা সেরে আবার অফিসেই ফিরে যাব।”

চালক তখন রামিজকে বলেন, “ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছেন, নিশ্চিন্তে যান। টেনশন করবেন না। কিন্তু আমি অপেক্ষা করতে পারব না। আমাকে এগিয়ে যেতে হবে।”

কী বলবেন তাঁকে রামিজ ভেবে পাচ্ছিলেন না। হঠাত্ই তাঁকে চমকে দিয়ে চালক তাঁর পকেট থেকে কিছু টাকা রামিজের হাতে তুলে দেন। রামিজ বলেন, “সত্যিই ভাবতে পারিনি এমনটা হবে। তিনি অপেক্ষা করতে পারবেন না বলেছিলেন ঠিকই, কিন্তু আমি যাতে ফের অফিসে পৌঁছতে পারি তার জন্য টাকাও দিলেন!”

অটোর সামনে গণেশের বড় ছবি। মাথায় তাঁর লাল তিলক কাটা। সেই অটোচালক শুক্লজি নামেই পরিচিত।

পুরো ঘটনাটা ফেসবুকে পোস্ট করেন রামিজ। ৮ হাজারেরও বেশি শেয়ার হয়েছে এই পোস্টটি।

আরও খবর...

আমার উপর রেগে? দৃষ্টিহারাকে মেহবুবা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rameez shuklaji autodriver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE