আরও পড়ুন:
কুরুক্ষেত্রের খালে মিলল সেই তরুণের নগ্ন দেহ!
চিন নিয়ে সুর নরম রাওয়তের
বুধবার সন্ধেয় ভয়ঙ্কর ওই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মথুরার একটি গ্রাম। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতীকে ধরতে ওই দিন গ্রামটিতে অভিযানচালিয়েছিল তারা। হাতের নাগালের মধ্যে এসেও বারে বারেই পালিয়ে যাচ্ছিল তারা। কয়েকজন গা ঢাকা দিয়েছিল আনাচকানাচে। আত্মসমর্পণ করতে বললেও সেটা করেনি ওই দুষ্কৃতীরা। তাই বাধ্য হয়েই গুলি চালাতে হয়েছে পুলিশকে। পাল্টা, আক্রমণ শানিয়েছে ওই দুষ্কৃতীরাও। দু’পক্ষের ছোড়া গুলির কোনও একটা আচমকাই ওই শিশুটির গায়ে লেগে যায়। তবে পুলিশ না দুষ্কৃতী, কাদের ছোড়া গুলি ওই শিশুটিকে আঘাত করেছে সেই ব্যাপারে নিশ্চিত নয় পুলিশও।
‘‘ঘটনাটা খুবই দুঃখজনক। শিশুটির পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ বলেছেন পুলিশের এক শীর্ষকর্তা। তিনি জানিয়েছেন, ওই দুষ্কৃতীরা ব্যাঙ্ক ডাকাতি সমেত নানা অপকর্মে যুক্ত। বহুদিন ধরেই তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তবে দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক স্বপ্নিল মামগাই। তিনি বলেছেন, ‘’আমরা ওই শিশুটির পরিবারের পাশে আছি। সবরকম ভাবে সাহায্য করব। ঘটনায় পুলিশের কোনও গাফিলতি রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’’