আর্জেন্টিনায় গিয়ে নেটমাধ্যমে পোস্টকরে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছিলেন এক ভারতীয় যুবক। তবে পাশে পেলেন অসংখ্য নেটনাগরিককে। তাঁদেরও প্রায় সকলেই আর্জেন্টিনার নাগরিক কিংবা বাসিন্দা।
গত শুক্রবার আর্জেন্টিনায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন থিরুমুরুগান নামে ওই যুবক। আর্জেন্টিনায় পৌঁছে তিনি এক্স মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, ‘আর্জেন্টিনা, আমি এসে গিয়েছি। চলো সকলে পরিচিত হই।’ এই পোস্ট করতেই কিছু নেটনাগরিক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন থিরুমুরুগানের উদ্দেশে।বহু আমেরিকান অ্যাকাউন্ট থেকেও এমন মন্তব্য আসতে থাকে। তবেযুবকের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দেন অনেকেই। একজন লেখেন, “আর্জেন্টিনায় আসার জন্য ধন্যবাদ থিরু! বসবাস করার জন্য আর্জেন্টিনা খুবই ভাল জায়গা। আশা করছি তোমার ভাল লাগবে”। অন্য এক জন ট্রোলগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “সৌভাগ্যবশত, প্রকৃত আর্জেন্টিনিয়ানরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)