আদালতে নিয়ে আসা হয়েছিল তিহাড়ের তিন কয়েদিকে। রাখা হয়েছিল কোর্ট লকআপে। সেখানেই বচসা। তার পর খুন! কোর্ট লকআপেই এক জনকে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলেন বাকি দু’জন। বৃহস্পতিবার দিল্লির সকেট কোর্টে ঘটনাটি ঘটেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, মৃত আসামির নাম আমন। তিহাড়ের আট নম্বর জেলের কয়েদি তিনি। তাঁকে খুনে অভিযুক্তেরাও ওই জেলেরই কয়েদি। জেলে আমনের বিরোধী গোষ্ঠীর লোক তাঁরা। তাঁদের এক জনের নাম জিতেন্দ্র।
পুলিশ সূত্রে খবর, জিতেন্দ্র এবং আমনের পুরনো শত্রুতা ছিল ২০২৪ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় আমনের বিরুদ্ধে জিতেন্দ্র এবং তাঁর ভাইকে মারধরের অভিযোগ ছিল। প্রসঙ্গত, ২০২৩ সালেও সকেট আদালতে খুনের ঘটনা ঘটেছিল। সে বার এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন এক আইনজীবী। পরে তাঁকে পুলিশ গ্রেফতার করে।