তিরুপতি মন্দিরের প্রণামী বাক্সে পাওয়া টাকা চুরির অভিযোগ তুললেন অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানুপ্রকাশ রেড্ডি। তাঁর অভিযোগ, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির আমলেই ঘটেছে এই ঘটনা। চুরির অঙ্কটাও নেহাত কম নয়। ওই বিজেপি নেতার অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিরুপতি মন্দির থেকে প্রায় ১০০ কোটি টাকা চুরি করা হয়েছে।
সম্প্রতি তেলুগু দেশম পার্টির নেতা তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর পুত্র নাড়া লোকেশ নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ভিডিয়োয় দেখা গিয়েছিল, তিরুপতি মন্দিরের প্রণামী বাক্সে যে অর্থ জমা পড়েছে, সেগুলি সার দিয়ে বসে গুনছেন মন্দিরের বেশ কয়েক জন কর্মী। হঠাৎই ভিডিয়োর একটি মুহূর্তে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি কয়েকটি নোটের বান্ডিল নিজের গায়ে জড়ানো কাপড়ের মধ্যে লুকিয়ে নিচ্ছেন। তেলুগু দেশম নেতা নাড়া লোকেশের সেই পোস্টটি ‘রি-পোস্ট’ করেছেন ভানুপ্রকাশ রেড্ডি। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োটিতে যে ব্যক্তিকে টাকা চুরি করতে দেখা গিয়েছে, সেই ব্যক্তি আদতে মন্দিরেরই কর্মী বলে জানিয়েছেন ভানুপ্রকাশ।
ভানুপ্রকাশের অভিযোগ, মন্দির থেকে লুট করা কোটি কোটি টাকা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্তের আবাসন নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, লুটের টাকার একটি অংশ পৌঁছোত অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা জগন্মোহন রেড্ডির কাছেও। মাত্র পাঁচ বছরে মন্দির থেকে প্রায় ১০০ কোটি টাকা লুটের ঘটনাটিকে ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) তথা তিরুপতি মন্দিরের ইতিহাসে সবচেয়ে বড় লুটের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন ভানুপ্রকাশ। এই ঘটনায় আদালতে দায়ের হয়েছিল মামলা। বিষয়টিতে সিআইডি-কে তদন্তের দায়িত্ব দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)