Advertisement
০২ মে ২০২৪
YSR Congress

YSR Congress: ছেলে জগনকে ছেড়ে মেয়ে শর্মিলার দলে ওয়াইএসআর পত্নী! অন্ধ্রে ভাঙনের ছায়া

কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েছিলেন রাজশেখর-পুত্র জগন্মোহন।

জগন, বিজয়াম্মা এবং শর্মিলা।

জগন, বিজয়াম্মা এবং শর্মিলা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
অমরাবতী (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৭:২৯
Share: Save:

অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতির পদ ছাড়লেন ওয়াইএস বিজয়াম্মা। ছেলে জগন্মোহন রেড্ডির সঙ্গ ছেড়ে মেয়ে শর্মিলার নয়া দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার বিবৃতিতে বিজয়াম্মা বলেন, ‘এক জন মা হিসাবে, আমি সব সময়ই জগনের পাশে থাকব।’

জগনের সঙ্গে মতবিরোধের জেরে তেলঙ্গানার শর্মিলা বছর খানেক আগে ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। বিজয়াম্মাও এ বার সেই দলে শামিল হবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। জগন শিবিরের দাবি, হায়দরাবাদ নিবাসী শর্মিলা অন্ধ্রপ্রদেশের তুলনায় তেলঙ্গানার স্বার্থরক্ষাকে বেশি গুরুত্ব দিতে চান। তাই নতুন দল গড়েছেন তিনি।

২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডি। তাঁর মৃত্যুতে খালি হওয়া কাড়াপা জেলার পুলিভেন্ডুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতেন বিজয়াম্মা। কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েন রাজশেখর-পুত্র জগন। পাশে পেয়েছিলেন মা বিজয়াম্মা এবং বোন শর্মিলাকে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে অখণ্ড অন্ধ্রপ্রদেশ বিভাজনের কট্টর বিরোধী জগনের ভাবমূর্তি তেলঙ্গানায় ভাল নয়। ২০১৪ সালে অন্ধ্র ভেঙে তেলঙ্গানা গঠনের প্রতিবাদে আন্দোলনেও নেমেছিল তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস। সে কারণেই পরিকল্পিত ভাবে তেলঙ্গানায় প্রয়াত রাজশেখরের নামে নতুন দল গড়ে ‘জমি পেতে’ চাইছেন শর্মিলা, বিজয়াম্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE