Advertisement
২০ এপ্রিল ২০২৪
Andhra Pradesh

স্থানীয়রা মুখ ফেরালেন, বৃদ্ধের দেহ কাঁধে তুলে নিলেন সাব-ইনস্পেক্টর, করলেন সৎকার

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি তোলার জন্য স্থানীয় বাসিন্দাদের হাত লাগাতে বলা হয়। কিন্তু কেউই রাজি হননি।

কাঁধে তুলে বৃদ্ধের দেহ নিয়ে যাচ্ছেন সাব-ইনস্পেক্টর সিরিষা। ছবি সৌজন্য টুইটার।

কাঁধে তুলে বৃদ্ধের দেহ নিয়ে যাচ্ছেন সাব-ইনস্পেক্টর সিরিষা। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৪
Share: Save:

সবাই যখন মুখ ফেরালেন, দ্বিধাগ্রস্ত না হয়ে নিজেই কাঁধ দিলেন ধান ক্ষেতে পড়ে থাকা এক বৃদ্ধের দেহ তুলে নিয়ে যেতে। শুধু তাই নয়, দু’কিলোমিটার হেঁটে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সৎকারও করলেন! যা দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। শ্রীকাকুলামের উপকূলবর্তী এলাকা পলাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ধান ক্ষেতে পড়ে থাকার খবর ছুটে গিয়েছিলেন স্থানীয় কাসিবুগ্গা থানার সাব-ইনস্পেক্টর কে সিরিষা। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি তোলার জন্য স্থানীয় বাসিন্দাদের হাত লাগাতে বলা হয়। কিন্তু কেউই রাজি হননি। শেষমেশ ইতস্তত না করেই নিজের কর্তব্যে অটল থেকে স্ট্রেচারে ওই ব্যক্তির দেহ তুলে অন্য এক ব্যক্তির সহযোগিতায় প্রায় ২ কিলোমটার ধান ক্ষেত ধরে হেঁটেছেন সিরিষা।

সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে স্ট্রেচারের সামনের দিকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন ওই সাব-ইনস্পেক্টর। ক্ষেতের আল ধরে হন হন করে হেঁটে যাচ্ছেন। ভিডিয়োতে এক জনকে বলতেও শোনা যায়, ‘ম্যাডাম ছেড়ে দিন’। কিন্তু সে দিকে কান না দিয়ে মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছেন তিনি। ওই ব্যক্তির শেষকৃত্যও সম্পন্ন করেন সিরিষা।

অন্ধ্রপ্রদেশ পুলিশ সিরিষার এই কাজের প্রশংসা করে তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেছে। বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর বলেন, “কে সিরিষাকে কুর্নিশ জানাই। নিজের কাজের ঊর্ধ্বে উঠে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যিই অসাধারণ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Andhra Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE