সুভাষচন্দ্র বসুর ‘চিতাভস্ম’ ভারতে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নতুন করে আর্জি জানালেন সুভাষ-কন্যা অনিতা বসু পাফ। ৮২ বছরের এই অর্থনীতিবিদ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিষয়টি আর টেনে নিয়ে যেতে চান না তিনি। নরসিংহ রাও সরকারের সময় জাপান থেকে সুভাষের ‘চিতাভস্ম’ ভারতে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, মোদীর হাত ধরে তা দ্রুত সমাধান করতে চান তিনি। সুভাষের অন্তর্ধান নিয়ে নানা মত রয়েছে। তার মধ্যে অনেকেরই বিশ্বাস, ১৯৪৫ সালের ১৮ অগস্ট জাপানের একটি সেনাক্ষেত্রে (অধুনা তাইওয়ানের তাইহোকুতে) সামরিক মহড়া চলাকালীন বিমান দুর্ঘটনায় মারা যান সুভাষচন্দ্র। তাঁর ‘চিতাভস্ম’ বর্তমানে জাপানের রেনকোজির একটি বৌদ্ধ মন্দিরে রাখা রয়েছে। সেই ‘চিতাভস্ম’ ভারতে ফিরিয়ে আনার জন্য মোদীকে আর্জি জানিয়েছেন অনিতা। দু’দিনের সফরে জাপান পৌঁছেছেন মোদী।
সম্প্রতি অনিতা একটি বিবৃতিতে বলেছিলেন যে, ‘ভারতের স্বাধীনতার ৭৮ বছর পরেও এক জাতীয় নায়ক নির্বাসিত।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)