Advertisement
১৬ মে ২০২৪

মাদক রুখতে সরব বদরপুর

বদরপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে একজোট হলেন ২২ মসজিদ এলাকার বাসিন্দারা। গত রাতে স্টেশন রোডের চৌমাথায় এক প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০২:৩৮
Share: Save:

বদরপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে একজোট হলেন ২২ মসজিদ এলাকার বাসিন্দারা। গত রাতে স্টেশন রোডের চৌমাথায় এক প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, বদরপুরের বিভিন্ন এলাকায় রমরমিয়ে মাদকের ব্যবসা চলছে। কয়েকটি এলাকায় রাস্তার পানের দোকানেও তা বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে বদরপুরের সম্মানহানি হচ্ছে। মাদক কারবারে বদরপুর পুলিশের একাংশের মদত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

বিক্ষোভে সামিল কয়েক জন অভিযোগ তোলেন, মাদক-সহ ধরা পড়ার পরও পুলিশকর্মীদের একাংশ টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছেন। এ সবের বিরুদ্ধে প্রতিবাদ হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। সভায় কয়েক হাজার লোকের সামনে এলাকার বিশিষ্টজনরা বলেন— ‘পুলিশ এ সবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্থানীয় বাসিন্দারাই শরিয়ত আইন মেনে উপযউক্ত পদক্ষেপ করবেন।’ এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যও চাওয়া হয়। মাদক ব্যবসা ছাড়া বদরপুরে অবৈধ ভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। থানার একাংশ পুলিশকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায় মদতের অভিযোগ নিয়ে ওই থানার ওসি এ শীল বলেন, ‘‘তদন্ত করা হবে। অভিযোগ সত্যি হলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badarpur Anti-drug police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE