প্রস্তাবিত হিন্দি-বিরোধী বিল আপাতত স্থগিত রাখছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। রাজ্য প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ওই প্রস্তাবিত বিল নিয়ে তীব্র প্রতিক্রিয়ার ফলেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গত কাল রাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় এম কে স্ট্যালিন সরকার।
চলতি বছরের মার্চে. স্টালিন সরকার ২০২৫–২৬ অর্থবর্ষে রাজ্য বাজেটের লোগোতে জাতীয় মুদ্রার প্রতীক পরিবর্তন করে তামিল অক্ষর (রু) ব্যবহার করে। তার পরেই সমালোচনা শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ বিজেপি নেতারা। তবে ডিএমকে দাবি করেছিল, এটি জাতীয় প্রতীক প্রত্যাখ্যানে বিষয় নয়, বরং তামিল ভাষার প্রচার ও মর্যাদা বৃদ্ধির প্রচেষ্টা। এর পরেই হিন্দি হোর্ডিং,গান ও চলচ্চিত্র নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার। সূত্রের খবর, তামিলনাড়ুতে হিন্দি ভাষায় লেখা হোর্ডিং, বোর্ড, চলচ্চিত্র ও গান নিষিদ্ধ করার প্রস্তাবটি আজই বিধানসভায় পেশের কথা ছিল। তবে প্রশাসনিক আধিকারিকেরা জোর দিয়ে বলেছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিলটি প্রণয়ন করা হবে। বিষয়টি নিয়ে ডিএমকে-র প্রথমসারির নেতা টি কে এস ইলানগোভান বলেন, ‘‘সংবিধান-বিরোধী কাজ আমরা করব না। সংবিধান মেনেই চলা হবে। আমরা শুধু হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে।’’
তামিলনাড়ু সরকারের হিন্দি-বিরোধী পদক্ষেপ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। রাজ্য দলের নেতা বিনোজ সেলভাম ওই বিলটিকে ‘বোকামি এবং অবাস্তব’ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, সাম্প্রতিক তিরুপারাঙ্কুন্দ্রাম, কারুর তদন্ত এবং আর্মস্ট্রং সংক্রান্ত বিষয়ে ধাক্কা খেয়েছে শাসক দল। তাই ভাষা-সংক্রান্ত বিতর্ককে সামনে এনে দৃষ্টি ঘোরানোর কৌশল নিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)