Advertisement
০৭ মে ২০২৪

জবাব দিলেন লস্কর

বিধানসভায় অসমিয়া ভাষায় শপথবাক্য পাঠ করে বিতর্কে জড়িয়েছিলেন হাইলাকান্দির ইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। আজ তার জবাব দিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫৪
Share: Save:

বিধানসভায় অসমিয়া ভাষায় শপথবাক্য পাঠ করে বিতর্কে জড়িয়েছিলেন হাইলাকান্দির ইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। আজ তার জবাব দিলেন তিনি।

এ দিন হাইলাকান্দি পুরসভার সদস্য হিসাবে শপথ নেন লস্কর। তাঁকে শপথবাক্য পাঠ করান পুরপ্রধান শ্যামলী রায়। পদাধিকারবলে বিধায়ক লস্কর হাইলাকান্দি ও লালা পুরসভার সদস্য। শপথের পর সাংবাদিকদের সামনে বিধানসভায় অসমিয়া ভাষায় শপথবাক্য পাঠের যুক্তি দেখিয়ে বিধায়ক বলেন, ‘‘আমি বাঙালি হিসাবে গর্বিত। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বরাকের প্রতিনিধি হিসাবে রাজ্যভাষা অসমিয়ার শপথবাক্য পাঠ করে অন্যায় করিনি। রাজ্যভাষা অসমিয়াকে সন্মান জানিয়েছি শুধু।’’ এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে এক পুরসদস্য তাঁকে জানান, ইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাস পুরসভায় অনুদান দেওয়ার কথা বললেও, তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি । এ কথা শুনে দৃশ্যতই ক্ষুব্ধ লস্কর জানান, এই অনুষ্ঠানে সাংসদের কথা টেনে আনা উচিত হয়নি।

অনুষ্ঠানে পুরসদস্য অরুণ দাস, অমলেন্দু ভট্টাচার্য বক্তব্য রাখেন। এ দিন লালা পুরসভায় আনোয়ার হুসেন লস্কর, কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর পুরসদস্য হিসেবে শপথ নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anwar Hussain Laskar Assamese
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE