হিন্দি ও ইংরেজি মিশিয়ে নাম কেন? সরকারি বিলের নামে রাজনৈতিক স্লোগানের ছোঁয়া কেন? দেশের বিমা সংস্থা পুরোপুরি বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা কেন?
এত সব প্রশ্নের মধ্যেই আজ মোদী সরকার লোকসভায় বিমায় ১০০ শতাংশ বিদেশি লগ্নির দরজা খুলে বিমা সংশোধনী বিল পাশ করিয়ে ফেলল। সরকারি ভাবে যে বিলের নাম ‘সব কা বিমা সব কি রক্ষা (বিমা আইন সংশোধনী) বিল’।
লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিল পেশের সময়ই তৃণমূলের সৌগত রায়-সহ ডিএমকে-র টি এম সেলভমগণপতি, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন বিলের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, সংবিধান ও সরকারি ভাষা আইন লঙ্ঘন করে মোদী সরকার হিন্দি, ইংরেজি মিশিয়ে বিলের নামকরণ করছে। লোকসভার স্পিকার ওম বিড়লা যুক্তি দেন, সংবিধানে বিলের নাম ঠিক করার অধিকার সরকারি মন্ত্রকের হাতে রয়েছে। তিনি ডিএমকে সাংসদ সেলভমগণপতি নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান। সেলভমগণপতি বলেন, ‘‘ঠিক এইটাই সমস্যা। গোটা দেশের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে।’’ সৌগত অভিযোগ তোলেন, সরকারি স্লোগান বিলের নামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নেহরু, ইন্দিরার আমলে বিমা সংস্থাগুলির রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল। এখন তার উল্টো পথে হাঁটা হচ্ছে।
মোদী সরকারের এই বিলে বিদেশি লগ্নির ১০০ শতাংশ ছাড়পত্রের সঙ্গে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ-কে বিমা এজেন্টদের কমিশনের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলিকে ধ্বংস করার জন্য নয়, বরঞ্চ মানুষের সামনে আরও বিকল্প তুলে দেওয়ার জন্য বিদেশি লগ্নির রাস্তা খোলা হচ্ছে। বিদেশি লগ্নি ১০০ শতাংশ হলেও বিমা সংস্থায় চেয়ারম্যান, এমডি, সিইও ভারতীয় হবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)