পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল বলে গুগল প্লেস্টোরের তিনটি স্মার্টফোন‘অ্যাপ’কে নিষিদ্ধ করল সেনাবাহিনী।
ওই তিনটি ‘অ্যাপে’র নাম- ‘উইচ্যাট’, ‘স্মেশ’ আর ‘লাইন’। পঠানকোট-হামলার ঘটনার পর থেকেই ওই ‘অ্যাপ’গুলিতে আইএসআই যে গোপনে আড়ি পাতছে, সে ব্যাপারে গত মাসে জওয়ান ও সেনা-কর্তাদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর তরফে।
তদন্তে দেখা গিয়েছে, গুগল প্লেস্টোরের ওই তিনটি ‘অ্যাপ’-এর ওপর বেশ কিছু দিন ধরেই গোপনে নজর রাখছিল পাকিস্তানের সেনাবাহিনী। নজর রাখা হচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও সেনা-কর্তাদের গতিবিধির ওপর। ভারত কোথায় কী ভাবে সেনা মোতায়েন করছে আর সন্ত্রাসবাদ দমনে ভারত কী কী করছে, ওই ‘অ্যাপ’গুলিতে পাকিস্তান গোপনে আড়ি পেতে সে সবের খোঁজখবর রাখছিল। এ ব্যাপারে ভারতের তরফে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই প্লেস্টোর থেকে ‘স্মেশ-অ্যাপ’টি সরিয়ে দিয়েছে গুগল।