Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jammu And Kashmir

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এই মুহূর্তে উপত্যকাতেই রয়েছেন সেনাপ্রধান এমএম নরবণে।

ফের অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে। —ফাইল চিত্র।

ফের অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৬
Share: Save:

নিরাপত্তা বলয় পেরিয়ে ফের কাশ্মীর উপত্যকায় ঢোকার চেষ্টা পাক আশ্রিত জঙ্গিদের। তবে তৎপরতার সঙ্গে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা।

সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় ভারতীয় জওয়ানদের। সেই মতো সেনাবাহিনীকে সতর্ক করা হয়। সেই মতো নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা বাড়ানো হয়। তাতেই শেষ মেশ পিছু হটে জঙ্গিরা।

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এই মুহূর্তে উপত্যকাতেই রয়েছেন সেনাপ্রধান এমএম নরবণে। উপত্যকার নাগরোটায় নিরাপত্তার দায়িত্বে ১৬ কোর ব্যাটালিয়ন। নরবণে সেখানেই রয়েছেন। নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে পাক সেনা কোনও ভাবে প্ররোচিত করলে, তাদের উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মরতেই এলে কী করে বাঁচবে, সিএএ বিক্ষোভ নিয়ে মন্তব্য যোগীর

আরও পড়ুন: আসুন সবাই মিলে সমাধান করি, শাহিন বাগে গিয়ে আহ্বান দুই মধ্যস্থতাকারীর​

গত বছর কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে উপত্যকা। তা সত্ত্বেও লাগাতার পাকিস্তান থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu And Kashmir LoC Pakistan Terrorists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE