পূর্ব দিল্লির কস্তুরবা নগরে প্রজাতন্ত্র দিবসের দিন গণধর্ষিতা তরুণীকে অপহরণ করে, তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় দেশ। ঘটনার তদন্তে নেমে ন’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে সাত জন মহিলা। পাশাপাশি দু’জন অপ্রাপ্তবয়স্ককেও আটক করেছে পুলিশ।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিয়োয় এই ঘটনার কথা জানাজানি হয়। স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। তার পরই এই গ্রেফতার। ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ইতিপূর্বে বেআইনি মদ ও মাদকের কারবার সংক্রান্ত কোনও অভিযোগ ছিল কি না, তা-ও দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে দিল্লি মহিলা কমিশন।