৩৭০ অনুচ্ছেদ বিলোপের পথে। সোমবার রাজ্যসভায় অমিত শাহ এই প্রস্তাব পেশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর মন্তব্য, পক্ষে-বিপক্ষে মতামত। সঙ্গে রসিকতাও কম নেই। বিশেষ করে জমি কেনা নিয়ে। কিন্তু মজার ছলে ফেসবুক-টুইটারে কিছু পোস্ট করা বা হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড করা পর্যন্ত ঠিক ছিল। সেখানেই না থেমে ছড়াতে শুরু করল ভুয়ো মেসেজ, পোস্টও। সেখানে রীতিমতো জমি-বাড়ি কেনার অফার!
‘‘শ্রীনগরের লাল চকে আপনার প্লট বুক করুন। সাডে় ১১ লাখ থেকে শুরু। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে। অফার সীমিত। আরও বিশদে জানতে ফোন করুন এই নম্বরে— ৯০১৯২৯২***।’’ এমন একটি মেসেজ সোমবার অনেকেই পেয়েছেন। কেউ কেউ আবার সেই মেসেজ টুইটারেও শেয়ার করেছেন। যদিও এই মেসেজের ফাঁদে পা দিয়ে কেউ প্রতারিত হয়েছেন, এমন কোনও খবর নেই।
ওই নম্বরে ফোন করে জানা গিয়েছে, নম্বরটি কলকাতার একটি রিয়েল এস্টেট সংস্থার। কিন্তু সংস্থার কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার প্রশ্নই ওঠে না। দামের দিক থেকেও বাস্তবসম্মত নয়। কেউ বা কারা ওই নম্বর দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছেন। অবশ্য শুধু এটাই নয়, একই ধরনের আরও কয়েকটি পোস্ট টুইটার-ফেসবুকে ঘোরাফেরা করেছে। কিন্তু দেখা গিয়েছে, সেগুলির অধিকাংশই ভুয়ো।