সাইবার প্রতারকরা আমজনতাকে ঠকিয়ে পাওয়া অর্থ সাময়িক ভাবে যে অ্যাকাউন্টে রেখে থাকে, তা চিহ্নিত করে ব্লক করতে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম মেধা প্রযুক্তিকে আরও ব্যাপক ভাবে ব্যবহার করা হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা কমিটির এ বারের বৈঠকের বিষয় ছিল সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ। ওই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাইবার প্রতারণার সংখ্যা কী ভাবে বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে সরব হন সদস্যরা। তদন্তে প্রকাশ, প্রতারকরা সংগৃহীত অর্থ সাময়িক ভাবে একটি অ্যাকাউন্টে রাখে। যাকে মিউল অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। যা থেকে পরবর্তী ধাপে বহু অ্যাকাউন্টে ওই টাকা সরানো হয়। মূলত বেকার, পড়ুয়া, অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা গরিব মানুষ, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু বিশেষ অর্থ লেনদেন হয় না, এমন ব্যক্তিদের সামান্য কিছু অর্থের লোভ দেখিয়ে অ্যাকাউন্টের সম্পূর্ণ দখল নিয়ে নেয় প্রতারকেরা। প্রকৃত মালিকের অজ্ঞাতে চলে ওই অনৈতিক লেনদেন। বৈঠকে শাহ বলেন, মিউল অ্যাকাউন্ট আগে থেকেই চিহ্নিত করে ব্লক করে দেবে কৃত্রিম মেধা।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতারণা রুখতে ইতিমধ্যেই ৮০৫টি সন্দেহজনক মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধ করেছে কেন্দ্র। ব্লক করা হয়েছে ৩২৬৬টি ওয়েবসাইট লিঙ্কও। শাহ জানান, প্রতারণা রুখতে দেশের ৩৯৯টি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক মঞ্চে আনা সম্ভব হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)