Advertisement
E-Paper

রাজ্যবাসীই বেছে নিন গুজরাতের মুখ্যমন্ত্রী: কেজরী

আজ কেজরীওয়ালের গাড়ির মিছিল গুজরাতের নবসারিতে পৌঁছলে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় বাসিন্দারা। ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ০৭:০২
অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। ফাইল চিত্র।

গুজরাতে আম আদমি পার্টি (আপ)-র কোন নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যবাসী দেখতে চান, তা জানতে জনতার মতামত চাইলেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল। জনগণের উত্তর জানা যাবে আগামী ৪ নভেম্বর। তাঁর ওই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করে কেজরীওয়াল বলেন, ‘‘দিল্লির ঠিক করে দেওয়া ব্যক্তি নন, আমি চাই গুজরাতের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করুন গুজরাতবাসীই।’’

গতকাল থেকে তিন দিনের গুজরাত সফর শুরু করেছেন কেজরীওয়াল। আজ সকালে আমদাবাদে একটি সাংবাদিক বৈঠক করে গুজরাতের জন্য আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বেছে নেওয়ার জন্য রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘‘দলের পক্ষ থেকে একটি ফোন নম্বর এবং ই-মেল আইডি চালু করা হয়েছে। যেখানে আগামী ৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে কাকে দেখতে চান সেই মতামত জানাতে পারবেন রাজ্যবাসী। ফলাফল জানা যাবে ৪ নভেম্বর।’’ ওই সিদ্ধান্তের ব্যাখ্যায় কেজরীওয়াল বলেন, ‘‘আমি চাই রাজ্যের মানুষই তাঁদের মুখ্যমন্ত্রীকে বেছে নিন।’’ পাঁচ বছর আগে ভোটের পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজয় রূপাণী। আপের শীর্ষ নেতার অভিযোগ, ভোটের এক বছর আগে রূপাণীকে সরিয়ে হঠাৎ ভূপেন্দ্র পটেলকে মুখ্যমন্ত্রী করা হয়। সেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেজরীওয়ালের প্রশ্ন, ‘‘আমি জানতে চাই, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কি রাজ্যের মানুষের মতামত নেওয়া হয়েছিল?’’

এর আগে পঞ্জাবেও ঠিক এ ভাবেই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিল কেজরীওয়ালের দল। আপ নেতৃত্বের দাবি, সেই সময়ে পঞ্জাবের মানুষ ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন। পরে ভগবন্তই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এ ক্ষেত্রেও সেই সমীকরণ মেনেই এগোনোর সিদ্ধান্ত নিয়েছে দল। যদিও বিজেপির অভিযোগ, গোটাটাই লোকদেখানো। কেজরীওয়ালের কথা মতো তাঁর পছন্দ করা প্রার্থী ভগবন্ত মানকে ভোট দিয়েছিলেন আপ সমর্থকেরা। যাতে নিজের পছন্দের লোককে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসাতে পারেন কেজরীওয়াল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেজরীওয়াল। তাঁর কথায়, ‘‘পঞ্জাবের মানুষ তাঁদের মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন। দল কোনও কিছুই চাপিয়ে দেয়নি।’’ একই সঙ্গে আজ নিজের বক্তব্যে গুজরাতের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে কেজরীওয়াল বলেন, ‘‘গোটা দেশের মতোই গুজরাতের মানুষ মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ। বেকারত্ব চরমে। মানুষের হাতে টাকা নেই। এই পরিস্থিতিতে গুজরাতের মানুষ নতুন বিকল্পের খোঁজ করছেন। আম আদমি পার্টিই হল সেই বিকল্প।’’

আজ কেজরীওয়াল গুজরাতের আমজনতাকে আরও এক বার বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি তাঁর আশ্বাস, আপ ক্ষমতায় এলে পাটীদার, কৃষক, দলিত ও অন্যান্য সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মামলা হয়েছে, তা প্রত্যাহার করে নেওয়া হবে।

আজ কেজরীওয়ালের গাড়ির মিছিল গুজরাতের নবসারিতে পৌঁছলে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় বাসিন্দারা। ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। পরে ওই কেজরীওয়াল একটি টুইট করে বলেন, ‘‘আপনারা যতই বিক্ষোভ দেখান, প্রতিশ্রুতি দিচ্ছি, গুজরাতে ক্ষমতায় এলে ছোটদের জন্য স্কুল তৈরি করে দেব, আপনাদের ঘরে কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসা করাব, যুবকদের রোজগারের ব্যবস্থা করে দেব। এক দিন আপনাদের মন জয় করে আপনাদের দলে শামিল করব।’’

Arvind Kejriwal AAP Gujarat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy