টানা ছ’ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে নির্বাচনী মনোনয়নপত্র জমা দিলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। নির্বাচন কমিশনের দফতরে নির্দল প্রার্থীরা ভিড় জমানোতেই তাঁর মনোনয়ন জমা দিতে দেরি হয়েছে বলে খবর। যদিও আপ-এর দাবি, কেজরীবাল যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য বিজেপিই ৪০-৫০ জনকে ঢুকিয়ে দিয়েছিল।
এর আগে, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল কেজরীবালের। কিন্তু পথসভা করতে গিয়ে সময় মতো নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি তিনি। তাই মঙ্গলবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনই কমিশনের দফতরে যাবেন বলে ঠিক করেন কেজরীবাল। সেই মতো এ দিন পৌঁছেও যান তিনি।
কিন্তু গিয়ে দেখেন, আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নির্দল প্রার্থীরা। কোনওরকমে ৪৫ নম্বর টোকেন জোগাড় করে ফেলেন তিনি। তার পরেই শুরু হয় অপেক্ষার পালা। একে একে ৪৪ জন নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করার পর পালা আসে কেজরীবালের। তবে তত ক্ষণে ঘণ্টা ছয়েক পার হয়ে গিয়েছে।