হাতে বিকল্প থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমেরিকাকে এড়িয়েই যাচ্ছেন অধিকাংশ বিদেশি পড়ুয়া। তাঁরা ভয় পাচ্ছেন আমেরিকা যেতে। এতে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিরই ক্ষতি হচ্ছে। আজ বিদেশি ছাত্রদের সংখ্যা ও বিদেশে আমেরিকান ছাত্রদের পড়াশোনার পরিসংখ্যান নিয়ে বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোর-২০২৫’-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, এই ‘ফল সিজ়ন’-এ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের নাম দাখিল ১৭% কমেছে। বিদেশি ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ ভারত থেকেই যায়। প্রেসিডেন্টের কুর্সিতে বসে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নীতি বদলেছেন। আমেরিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর হয়েছেন। আজ প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোভিডের সময়েও এমন হয়নি। কিন্তু এখন অন্য দেশের তুলনায় ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়ার সংখ্যা বেশি কমছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)