Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Asaduddin Owaisi

ভোটপ্রচারে ‘উদ্দাম নাচ’ আসাদউদ্দিনের, ভাইরাল ভিডিয়ো, পাল্টা যুক্তি দলের

মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ৪৪টিতে লড়াই করছে ওয়েইসির দল। দলীয় কর্মীদের চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই সভা করতে দেখা যাচ্ছে তাঁকে। বৃহস্পতিবার অওরঙ্গাবাদের পঠানগেটে নিজের দল ‘অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন ওয়েইসি।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আসাদউদ্দিন ওয়েইসির নাচের ভিডিও। ছবি: টুইটার থেকে সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আসাদউদ্দিন ওয়েইসির নাচের ভিডিও। ছবি: টুইটার থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
অওরঙ্গাবাদ শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৫:৪০
Share: Save:

কড়া নাড়ছে ভোট। মহারাষ্ট্রে রোজই নতুন নতুন ‘খেল’ দেখাচ্ছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তবে এবার বোধহয় সবাইকে ছাপিয়ে গেলেন এমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে এক নির্বাচনী প্রচারসভায় তাঁকে আচমকাই ‘নাচতে’দেখা গেল। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। ওয়েইসি-ভক্তরাও অবাক!কেননা প্রিয় নেতার এই রূপ অতীতে তাঁরা কখনও দেখেননি।

মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ৪৪টিতে লড়াই করছে ওয়েইসির দল। দলীয় কর্মীদের চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই সভা করতে দেখা যাচ্ছে তাঁকে। বৃহস্পতিবার অওরঙ্গাবাদের পঠানগেটে নিজের দল ‘অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন ওয়েইসি।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সভা শেষে মঞ্চ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ভক্তদের দিকে ফিরে নাচের ভঙ্গিমায় এমআইএম নেতা। পিছনে বাজছে ‘মিয়াঁ ভাই হায়দরাবাদি’ নামক একটি জনপ্রিয় হিন্দি গান। নাচতে নাচতে গলার মালা থেকে ফুল খুলে সমর্থকদের দিকে ছুড়ছেন ওয়েইসি।

দেখুন সেই ভিডিয়ো:

এনআইএম অবশ্য অন্য যুক্তি দিচ্ছে। দলের তরফে বলা হচ্ছে, ওয়েইসির নাচের কোনও প্রশ্নই নেই। তাদের দলীয় প্রতীক ঘুড়ি। দলীয় প্রধান মঞ্চ থেকে নামার সময় ঘুড়ির সুতোয় টান দেওয়ার অভিব্যক্তি দেখাচ্ছিলেন। আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দেওয়াই ছিল ওয়েইসির উদ্দেশ্য। এমআইএম মুখপাত্রের আরও দাবি, গানটি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবেওই ভিডিয়োয় বসিয়েছে।

আরও পড়ুন:দেবাঞ্জন খুনে প্রথম গ্রেফতার, তৃষার প্রাক্তন প্রেমিক প্রিন্স এখনও ফেরার
আরও পড়ুন:বিশ্বব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাঙ্ক, সবার হিসেবেই ভারতের সম্ভাব্য বৃদ্ধির হারে নাটকীয় পতন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE