Advertisement
০৬ মে ২০২৪

গৌতমকে সরাবে কংগ্রেস

সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব জানিয়েছেন, শুধু জয়ধ্বনির জন্য তাঁর শাস্তি চাওয়া হয়নি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০১:৫২
Share: Save:

লোকসভা ভোটে বরাক উপত্যকার দুই আসনে কংগ্রেস হেরেছে জেনে দলের দাপুটে নেতা গৌতম রায় মিষ্টি বিলিয়েছিলেন বিজেপির জয়ে। আবির মাখেন বিজেপি কর্মীদের সঙ্গে। ধ্বনি তোলেন, ‘জয় শ্রীরাম’। দল শোক-জ করায় গৌতমবাবু জানান, হিন্দু হিসেবে শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়ার মধ্যে দোষের কিছু দেখছেন না। প্রদেশ কংগ্রেস অবশেষে তাঁকে দল থেকে বরখাস্ত করার সুপারিশ করেছে। তাতে অনুমোদন জানিয়েছে রাজ্য স্তরের শৃঙ্খলা রক্ষা কমিটিও। ছ’বারের বিধায়ক, চার বারের মন্ত্রী। স্ত্রী-পুত্রও এক বার ক‌রে বিধায়ক হয়েছেন। শাস্তির সুপারিশের কথা জেনে গৌতমবাবুর একই জবাব, ‘‘জয় শ্রীরাম বলার জন্য দল থেকে বার করে দেবে!’’

সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব জানিয়েছেন, শুধু জয়ধ্বনির জন্য তাঁর শাস্তি চাওয়া হয়নি। বিজেপির জয়ে তাঁর উল্লাসই প্রধান কারণ। প্রাক্তন মন্ত্রী বলিন কুলি ও প্রদেশ সাধারণ সম্পাদক রমেন বরঠাকুরের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে কংগ্রেসের ওই দুই কমিটি। বিজেপির মুখপাত্র, মন্ত্রী পীযূষ হাজরিকা বলেছেন, ‘‘শুধু দু’-তিনজনের নাম উল্লেখে লাভ হবে না। কংগ্রেসের বহু নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Congress Gautam Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE