Advertisement
২০ মে ২০২৪

জাতীয় সড়কে মদের দোকান নয়, বিজ্ঞপ্তি অসমে

জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের দূরত্বের মধ্যে সব মদের দোকান ও পানশালা বন্ধ বা স্থানান্তরিত করতে বিজ্ঞপ্তি জারি করল অসমের আবগারি দফতর।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫১
Share: Save:

জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের দূরত্বের মধ্যে সব মদের দোকান ও পানশালা বন্ধ বা স্থানান্তরিত করতে বিজ্ঞপ্তি জারি করল অসমের আবগারি দফতর।

দফতরের হিসেবে, রাজ্যে ১ হাজার ২৬৬টি নথিভুক্ত মদের দোকান রয়েছে। তার মধ্যে ৫৯৮টি দোকান জাতীয় বা রাজ্য সড়কের পাশে অবস্থিত। রাজ্যের ৭৬৯টি নথিভুক্ত পানশালার মধ্যে জাতীয় বা রাজ্য সড়কের পাশে থাকা পানশালার সংখ্যা ৩৮০টি।

রাজ্য সরকারের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে সে সব দোকান ও পানশালা স্থানান্তরিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে লাইসেন্স বাতিল করা হবে। পুলিশ ও প্রশাসনের হিসেব অনুযায়ী, শুধুমাত্র গুয়াহাটি শহরে রাস্তার পাশে থাকা মদের দোকানের সংখ্যা ৬৩টি। পানশালা ১৮টি। তার মধ্যে বড় হোটেলের পানশালাও রয়েছে। দফতর জানিয়েছে, গত বছর ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

‘অ্যারাইভ সেফ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে দাবি করেছিল, প্রতি বছর ভারতে এক লক্ষ ৪২ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বেশির ভাগের কারণ মত্ত হয়ে গাড়ি চালানো। তার জেরেই ওই রায় দেয় সুপ্রিম কোর্ট।

‘অল অসম আইএমএফএল রিটেলার্স অ্যাসোসিয়েশন'’ ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি প্রতিকূল। রাজ্য সড়কের সংজ্ঞা খুবই গোলমেলে। তাই সড়ক থেকে ৫০০ মিটার দূরে দোকান তৈরি করা অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। সংগঠনের সাধারণ সম্পাদক অলক দত্তর বক্তব্য, অসম হাইওয়ে আইন ১৯৮৯ অনুযায়ী রাজ্যের প্রায় সব বড়, মাঝারি পাকা রাস্তাই হাইওয়ের তালিকাভুক্ত। তাই দোকান সরানোর জায়গা মিলবে না। কোথাও আবার রাস্তার পাশে খাড়া পাহাড় বা খাদ। তাই সেখানেও দোকান সরানোর জায়গা পাওয়া সমস্যার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liquor shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE