মিজোরাম নির্বাচনে রিয়াং শরণার্থীদের ভোটের ব্যবস্থা করতে প্রস্তুতি বৈঠক শুরু করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ও প্রশাসন। কাঞ্চনপুর মহকুমার আজকের বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্য আধিকারিকরা।
আগামী কাল মিজোরামের সিইও আশিস কুন্দ্রার নেতৃত্বে নির্বাচনী আধিকারিকদের একটি দল কাঞ্চনপুরে আসবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ত্রিপুরার শরণার্থী শিবিরে থাকা ১১ হাজার রিয়াং
ভোটারদের কী ভাবে মিজোরামে নিয়ে গেয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে, তার খুঁটিনাটি নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে হবে ত্রিপুরা প্রশাসনের। ত্রিপুরা এবং মিজোরাম সীমাবর্তী কানমুনে রিয়াং শরণার্থীদের জন্য ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে।