ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে হড়পা বান সুবর্ণরেখা নদীতে। এর ফলে ওড়িশার বালেশ্বর জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ওই জেলার প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। ফলে জল বেড়েছে দামোদর কিংবা সুবর্ণরেখার মতো নদীগুলিতে। জলাধার এবং বাঁধগুলি থেকেও জল ছাড়ছে ডিভিসি। এই পরিস্থিতিতে শনিবার বাংলা-ওড়িশা সীমানা লাগোয়া সুবর্ণরেখা নদীতে হড়পা বান দেখা যায়। প্রথমে নিচু এলাকাগুলিতে জল ঢোকে। পরে জলমগ্ন হয়ে পড়ে উঁচু এলাকাগুলিও।
বালেশ্বরের জেলা প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে ভোগরাই, বালিয়াপাল, বস্তা। জেলাশাসক সূর্যবংশী ময়ূর বিকাশ জানিয়েছেন, আশপাশের নিচু এলাকাগুলি থেকে ইতিমধ্যেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি জায়গাগুলিতেও উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ওষুধ মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।