Advertisement
E-Paper

আগামিকাল থেকেই এটিএমে এক দিনে তোলা যাবে ১০ হাজার টাকা

নোট নিয়ে ভোগান্তিতে সামান্য স্বস্তির নিঃশ্বাস! এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০০ টাকা করল আরবিআই। সোমবার এ কথা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, আগামিকাল থেকেই এ সুবিধা পাবেন গ্রাহকেরা। এক দিনে একটি এটিএম কার্ডের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৭:৫৩

নোট নিয়ে ভোগান্তিতে সামান্য স্বস্তির নিঃশ্বাস! এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০০ টাকা করল আরবিআই। সোমবার এ কথা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, আগামিকাল থেকেই এ সুবিধা পাবেন গ্রাহকেরা। এক দিনে একটি এটিএম কার্ডের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।

যদিও সপ্তাহে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলায় কোনও বদল ঘটায়নি আরবিআই। পাশাপাশি, কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও কিছুটা স্বস্তি মিলবে গ্রাহকদের। এ বার থেকে সপ্তাহ প্রতি ৫০ হাজার নয়, তোলা যাবে এক লাখ টাকা।

গত ৮ নভেম্বর দেশে কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি ছিল, এতে দেশে দুর্নীতির প্রভাব কমবে। আয়কর ফাঁকিও রোখা যাবে। ৩০ ডিসেম্বরের মধ্যে পুরনো নোট বদলে নতুন সংগ্রহের সময়সীমা ধার্য করা হয়। প্রতি দিন ব্যাঙ্ক এবং এটিএম থেকে টাকা তোলায় কড়াকড়ি শুরু করে কেন্দ্র। প্রথম দিকে দিনে ২৫০০ টাকা তোলা যেত। ২৮ ডিসেম্বর থেকে তা বাড়িয়ে দিনপিছু ৪৫০০ হাজার টাকা করা হয়। যদিও ব্যাঙ্ক-এটিএম-পোস্ট অফিসে থেকে নতুন নোট সংগ্রহে দেশ জুড়েই চরম ভোগান্তিতে পড়ে আমজনতা। দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়েছে বলে সরব হয় বিরোধীরা দলগুলি। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি ছিল, নোট বাতিলের পর সরকারের তহবিলে আয়করের সংগ্রহ বেড়েছে।

আরও পড়ুন

‘গরু একমাত্র প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, ছাড়েও অক্সিজেন’

ATM Withdrawal Limit Rs 10000 Per Day From Current Rs 4500
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy