Advertisement
০৫ মে ২০২৪
National News

ভারতকে ইউরেনিয়াম দিতে তৈরি অস্ট্রেলিয়া, ঘোষণা টার্নবুলের

ভারতের পরমাণু প্রকল্পের জন্য ইউরেনিয়াম দিতে তৈরি অস্ট্রেলিয়া। জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আড়াই বছর আগে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নরেন্দ্র মোদীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ২৩:০৮
Share: Save:

ভারতের পরমাণু প্রকল্পের জন্য ইউরেনিয়াম দিতে তৈরি অস্ট্রেলিয়া। জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আড়াই বছর আগে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত সফরে এসে সোমবার অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী জানালেন, যত দ্রুত সম্ভব ভারতে ইউরেনিয়াম রফতানি করতে চায় তাঁর দেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের। বৈঠক শেষে টার্নবুল জানান, শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা ক্রমশ বাড়ছে এবং পরমাণু শক্তি উৎপাদনে ভারতকে অস্ট্রেলিয়া সাহায্য করতে চায়। ‘‘ভারতের অসামরিক পরমাণু প্রকল্পগুলির জন্য জ্বালানি জোগাতে আমাদের যা কিছু করা দরকার, সে সব করতে আমরা ভারতের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করছি’’, মন্তব্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর।

নরেন্দ্র মোদী জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দ্বিদলীয় সমর্থনের ভিত্তিতে একটি বিল পাশ হওয়ার দরকার রয়েছে। ওই বিল পাশ হয়ে গেলেই ভারতকে ইউরেনিয়াম দিতে অস্ট্রেলিয়ার সামনে আর কোনও বাধা থাকবে না।

পৃথিবীর মোট ইউরেনিয়াম ভাণ্ডারের ৪০ শতাংশই রয়েছে অস্ট্রেলিয়ায়। প্রতি বছর অস্ট্রেলিয়া প্রায় ৭০০০ টন ইউরেনিয়াম রফতানি করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE