Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Narendra Modi

বার্লিনের দেওয়াল ভাঙার সঙ্গে করতারপুর করিডরের তুলনা প্রধানমন্ত্রীর, ধন্যবাদ ইমরানকেও

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ১৮:০৭
Share: Save:

অযোধ্যা মামলার রায় নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• অযোধ্যা বিবাদের প্রভাব অনেকগুলি প্রজন্মের উপরে পড়েছে ঠিকই। কিন্তু এ বার নতুন প্রজন্মকে নতুন ভারত গড়ার দিকে এগোতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।

• সর্বোচ্চ আদালতের আজকের রায় দেশেক এই বার্তাও দিয়েছে যে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধানও সংবিধানের অধীনেই সম্ভবব।

• আজ ৯ নভেম্বর করতারপুর করিডরের উদ্বোধনও ভারত-পাকিস্তান মিলে করল।

• আজ ৯ নভেম্বর। এই তারিখেই বার্লিনের প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল। দুই বিপরীত ধারা এক সঙ্গে মিলে গিয়েছিল।

• এই রাজটা একেবারেই সহজ ছিল না।

• বিচারপতিরা সব পক্ষের কথা শুনেছেন। এবং রায়ও সর্বসম্মতির ভিত্তিতেই হয়েছে।

• ভারতের বিচারবিভাগের ইতিহাসেও এই দিনটা একটা স্বর্ণিল অধ্যায়ের মতো।

• আদালতের রায় খোলা মনে মেনে নিয়েছে গোটা দেশ।

• বৈচিত্রের মধ্যে ঐক্য—এই মন্ত্র আজ নিজের পূর্ণতায় বিকশিত হয়ে দেখা দিয়েছে।

• আজ বিশ্ব দেখে নিল ভারতের গণতন্ত্র কতটা মজবুত এবং জীবন্ত।

• গোটা বিশ্ব জানে, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র।

• তাই হয়েছে, আর আজ রায়ও এসেছে।

• গোটা দেশের ইচ্ছা ছিল আদালতে এই মামলার রোজ শুনানি হোক।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE