বাড়ির কাছেই খোলা জমিতে বসে খেলা করছিল এক বছরের শিশু। কাছে কাজ করছিলেন মা। তাঁর অলক্ষেই শিশুটির আশপাশে ঘুরঘুর করছিল একটি সাপ। অভিযোগ, সেটিকে কামড়ে দেয় এক বছরের গোবিন্দ। শিশুটির কামড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষধর সাপটির। তার পরে সে-ও জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে ছোটে পরিবার। চিকিৎসক জানিয়েছেন, এখন স্থিতিশীল রয়েছে সেই শিশু। বিহারের বেতিয়ার ঘটনা।
শিশুটির ঠাকুমা মাতেশ্বরী দেবী জানিয়েছেন, বাড়ির কাছেই মাঠে বসে খেলা করছিল শিশুটি। সেই সময় তার মা রান্নার জন্য কাঠ কুড়োচ্ছিলেন। তখনই শিশুটির কাছে ঘুরঘুর করতে থাকে সাপটি। মাতেশ্বরীর কথায়, ‘‘বাচ্চাটি প্রথমে সাপটিকে কিছু দিয়ে আঘাত করে। তার পর কামড়ে মেরে ফেলে। সাপটি গোখরো ছিল।’’ প্রসঙ্গত, এই গোখরো বিষধর।
স্থানীয়েরা জানান, সাপটির মৃত্যুর কিছু ক্ষণ পরেই শিশুটি জ্ঞান হারায়। তাকে কাছের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হলে গোবিন্দকে নিয়ে যাওয়া হয় বেতিয়ার সরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছে, এখন শিশুটির অবস্থা স্থিতিশীল।