Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Crime

বারাণসীতে ইউনিভার্সিটি চত্বরে গুলি করে খুন পড়ুয়াকে

গৌরবের মৃত্যুতে থমথমে গোটা ইউনিভার্সিটি চত্বর।

নিহত গৌরব সিংহ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

নিহত গৌরব সিংহ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
বারাণসী` শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ১৫:৫৮
Share: Save:

বিশ্ববিদ্যালয় চত্বরেই গুলি করে খুন পড়ুয়াকে। তার জেরে থমথমে উত্তরপ্রদেশের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। নিহত ওই পড়ুয়ার নাম গৌরব সিংহ। যৌন নিগ্রহ ঘিরে বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগে গতবছর সাসপেন্ড করা হয় তাকে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর স্তরে পড়ছিল গৌরব। তার বাবা রাকেশ সিংহ বারাণসী বিশ্ববিদ্যালয়েই কর্মরত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিড়লা হস্টেলের কাছে মূল ফটকের বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিল গৌরব। সেইসময় দু’টি মোটরবাইকে চড়ে চার দুষ্কৃতী হাজির হয় সেখানে। গৌরবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌরবকে লক্ষ্য করে ১০টি গুলি ছোড়া হয়েছিল। যার মধ্যে তিনটি তার পেটে লাগে। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে রাত দেড়টা নাগাদ মৃত্যু হয়। ওই পড়ুয়ার বাবার দায়ের করা এফআইআরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়েরই চার পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: রাফাল দুর্নীতি নিয়ে লেখা বই রুখতে গিয়ে মুখ পুড়ল নির্বাচন কমিশনের​

আরও পড়ুন: বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার দিদি, শিলিগুড়ির সভা থেকে মমতাকে ঝাঁঝালো আক্রমণ মোদীর​

২০১৭-য় যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বারাণসী হিন্দু ইউনিভার্সিটি। সেই সময় গৌরবের নেতৃত্বে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন গতবছর তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু সেই ঘটনার সঙ্গে গৌরবের খুনের কোনও যোগসূত্র নেই বলে দাবি বারাণসী ক্যান্টনমেন্টের সার্কল অফিসার অনিলকুমার সিংহের। ব্যক্তিগত শত্রুতার জেরেই গৌরবকে খুন করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে খুনের মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

অন্য দিকে, গৌরবের মৃত্যুতে থমথমে গোটা ইউনিভার্সিটি চত্বর। পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। পড়ুয়াদের শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE