Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

ভারতে পর্ন সাইট বন্ধ করায় কমছে দর্শক, উদ্বিগ্ন ‘পর্নহাব’ কর্তা

ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে ইমেলে পাঠানো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারত সরকারের সমালোচনাও করেছেন প্রাইস। তিনি বলেন, ‘‘গোপনে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ভারতে নির্দিষ্ট কোনও আইন নেই। অথচ আমাদের মতো সাইটগুলিকে বলির পাঁঠা করা হচ্ছে।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৮:০৮
Share: Save:

ভারতে পর্ন সাইটগুলি ব্লক করায় দর্শক কমে গিয়েছে। উদ্বেগ বাড়ছে পর্ন সাইটগুলির কর্তাদের। এবার সেই উদ্বেগ সরাসরি প্রকাশ করলেন পর্নোগ্রাফিক ওয়েবসাইট ‘পর্নহাব’-এর ভাইস প্রেসিডেন্ট কোরে প্রাইস। তাঁর মতে পর্ন সাইটগুলি বন্ধ করে ভারতের মানুষকে আরও ঝুঁকিপূর্ণ পর্ন সাইটগুলির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের উদ্বেগের জায়গাগুলি আরও সুরক্ষিত করতে সরকারের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন ‘পর্নহাব’ কর্তা।

গত অক্টোবরে নির্দেশিকা জারি করে ভারতে ৮২৭টি পর্ন ওয়েবসাইট সম্প্রতি ব্লক করে দিয়েছে ভারত সরকার। তার জেরে তাঁদের ওয়েবসাইটের কতটা ক্ষতি হয়েছে, তা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, জানিয়েছেন ‘পর্নহাব’-এর ভিপি। তবে দর্শক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। ওয়েবসাইট র‌্যাঙ্কিং সংস্থা ‘অ্যালেক্সা’র হিসাবে এই মুহূর্তে ২৯তম স্থানে রয়েছে ‘পর্নহাব’। পর্ণ সাইট ভিজিটরদের তালিকায় ভারত আবার তিন নম্বরে। ফলে বিপুল সংখ্যক দর্শক হাতছাড়া হয়েছে পর্নহাবের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে ইমেলে পাঠানো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারত সরকারের ভূমিকায় যে তাঁরা ক্ষুব্ধ সেকথাও গোপন রাখেননি প্রাইস। তিনি বলেন, ‘‘গোপনে বা নিজের ব্যক্তিগত চৌহদ্দির মধ্যে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ভারতে নির্দিষ্ট কোনও আইন নেই। অথচ আমাদের মতো সাইটগুলিকে বলির পাঁঠা করা হচ্ছে।’’

আরও পড়ুন: ভুলেও এ সব ওয়েবসাইট খুলবেন না, যেতে হতে পারে জেলে

ভারত সরকারের এই সিদ্ধান্তে যে তাঁরা হতাশ, তা জানিয়ে ‘পর্নহাব’ ভিপি-র বক্তব্য, ‘‘আমাদের সংস্থা সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে।’’ পর্নোগ্রাফি সাইট বন্ধ করতে বা এই স্পর্শকাতর ইস্যু নিয়ে তাঁরা প্রয়োজনে সরকারকে প্রযুক্তিগত ভাবে সাহায্য করতেও প্রস্তুত বলে জানিয়েছেন কোরে।

আরও পড়ুন: সেক্স সাইটে ফেক প্রোফাইল, যাদবপুরে দুই মহিলার দরজায় হাজির ‘কাস্টমার’!

কিন্তু ব্লক করার এই পদ্ধতি ঠিক নয়। এতে আরও ঝুঁকিপূর্ণ ও বেআইনি বিষয়বস্তু রয়েছে এমন সাইটে ঢুকে পড়তে পারেন ভারতীয়রা। তাতে আরও বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। মত প্রাইসের।

আরও পড়ুন: ভিডিয়োর নগ্ন মহিলা তিনি নন, আড়াই বছর লড়ে প্রমাণ দিলেন সন্তানদের

ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের প্রসঙ্গ তুলেও সতর্ক করতে চেয়েছেন পর্নহাব কর্তা। এই ভিপিএন-এর মাধ্যমে ইউজারের আইডি বা আইপি অ্যাড্রেস গোপন রেখেও ইন্টারনেট ব্যবহার করা যায়। পর্ন সাইটগুলি ব্লক বা বন্ধ করে দেওয়ায় সেই সম্ভাবনাও প্রবল হবে বলে মনে করেন করেন প্রাইস।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Porn Ban Pronhub VP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE