Advertisement
০৭ মে ২০২৪

শুরু আইনি ডিগ্রি যাচাই প্রক্রিয়া

ভুয়ো ডিগ্রির জেরে গদি হারাতে হয়েছিল দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে। তার জেরে দেশের সব আইনজীবীদের ডিগ্রি আসল কি না, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বার কাউন্সিল অব ইন্ডিয়া। তোমরের ঘটনার পরে এই কাজ শুরু করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বার কাউন্সিল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০৩:০৪
Share: Save:

ভুয়ো ডিগ্রির জেরে গদি হারাতে হয়েছিল দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে। তার জেরে দেশের সব আইনজীবীদের ডিগ্রি আসল কি না, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বার কাউন্সিল অব ইন্ডিয়া। তোমরের ঘটনার পরে এই কাজ শুরু করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বার কাউন্সিল। শীর্ষ আদালতের নির্দেশ পাওয়ার পরে কাজ শুরু হয়েছে।

বারের সদস্যদের নাম পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে। বিশ্ববিদ্যালয় তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে। কিন্তু লক্ষ লক্ষ আইনজীবীর ডিগ্রি আসল কি না, তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়গুলি বার কাউন্সিলের কাছে ফি চেয়ে বসেছিল। ফলে মাথায় হাত পড়ে যায় বার কাউন্সিলের। কারণ ওই কোটি কোটি টাকা আসবে কোথা থেকে!

এ জন্য সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিল বার কাউন্সিল। শীর্ষ আদালত বিশ্ববিদ্যালয়গুলিকে ডেকে পাঠায়। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি রোহিনতন ফালি নরিম্যানের বেঞ্চে আইনজীবী কে কে বেণুগোপাল যুক্তি দেন, অন্তত ৬০ কোটি টাকা খরচ হবে বিশ্ববিদ্যালয়গুলির ফি মেটাতে। এত খরচ বহনের ক্ষমতা বার কাউন্সিলের নেই। আর্জি শুনে বিশ্ববিদ্যালয়গুলিকে ফি মকুবের নির্দেশ দেন বিচারপতিরা। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান প্রসূন দত্ত জানান, রাজ্যে আইনি ডিগ্রি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bar Council of India Lawyer Degree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE