Advertisement
E-Paper

‘গোমাংস-উৎসব’ ঘিরে উত্তাল মাদ্রাজ-আইআইটি, নিগৃহীত পিএইচডি’র ছাত্র

কলেজ ক্যাম্পাসে ‘গোমাংস-উৎসব’-এর আয়োজন করায় নিগৃহীত হতে হল মাদ্রাজ আইআইটির এক পড়ুয়াকে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে আইআইটির ক্যাম্পাস। পুলিশ জানিয়েছে, বছর ছত্রিশের ওই পিএইচডি’র ছাত্রের নাম আর সুরজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ২২:১৪
নিগৃহীত ছাত্র আর সুরজ। ছবি:পিটিআই।

নিগৃহীত ছাত্র আর সুরজ। ছবি:পিটিআই।

কলেজ ক্যাম্পাসে ‘গোমাংস-উৎসব’-এর আয়োজন করায় নিগৃহীত হতে হল মাদ্রাজ আইআইটির এক পড়ুয়াকে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে আইআইটির ক্যাম্পাস। পুলিশ জানিয়েছে, বছর ছত্রিশের ওই পিএইচডি’র ছাত্রের নাম আর সুরজ। ডান চোখে গভীর ক্ষত নিয়ে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, চোখ ছাড়াও সুরজের মাথাতেও চোট রয়েছে।

গো-হত্যা বন্ধে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির পর তার প্রতিবাদে বহু জায়গায় শুরু হয়েছে ‘গোমাংস-উৎসব’। উত্তেজনা ছড়িয়েছে কেরল, তামিলনাড়ুতেও। এরই মধ্যে রবিবার মাদ্রাজ আইআইটি ক্যাম্পাসে ‘গোমাংস-উৎসব’-এর আয়োজন করেন ৭০-৮০ জন পড়ুয়া। এই উৎসবকে ঘিরেই অশান্তি শুরু হয় গোটা ক্যাম্পাসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। বন্ধুর সঙ্গে দুপুরের খাওয়া সারছিলেন সুরজ। সেই সময় আট জন ছাত্র তাঁদের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারতে থাকে।

সুরজের বন্ধু মনোজ পরমেশ্বরনের কথায়, গোটা ঘটনার নেতৃত্ব দিচ্ছিলেন বিবেকানন্দ স্টাডি সার্কলের অন্যতম সদস্য মনীশ কুমার নামে এক ছাত্র। মার খেয়ে সুরজের চোখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ারও চেষ্টা হয়। কিন্তু সুরজের কিছু বন্ধুবান্ধব এসে বাধা দেন। আশঙ্কাজনক অবস্থায় সুরজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন: মহিলা অফিসারকে বাঁচিয়ে সুইমিং পুলে ডুবে গেলেন তরুণ আইএএস আশিস

মনোজের কথায়, আইআইটিতেই সমুদ্র বিজ্ঞান নিয়ে মাস্টার্স করছেন মনীশ। তিনি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-রও সদস্য।

পুলিশে অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

IIT-Madras Beaf Festival Madras Cattle Slaughter মাদ্রাজ আইআইটি গোমাংস-উৎসব মাদ্রাজ গোহত্যা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy