অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চলন্ত বাসেই তরুণীকে মারধর এবং হেনস্থা করার অভিযোগ অপরিচিত যুবকের বিরুদ্ধে। ‘নিগৃহীতার’ অভিযোগ, বাকি যাত্রীদের সামনে এই ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেননি। যদিও নিগ্রহের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘নিগৃহীতা’ তরুণী জানিয়েছেন, কর্মস্থলে যাওয়ার জন্য বিশাখাপত্তনমের জগদম্বা জংশন থেকে বাসে উঠেছিলেন তিনি। চলন্ত বাসে হঠাৎ এক যুবক তাঁকে চড় মারেন বলে অভিযোগ। একই সঙ্গে চলে অকথ্য গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি। এই ঘটনা বাসে থাকা সকলের সামনে হলেও কেউ তাঁকে বাঁচাতে বা ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ ওই তরুণীর।
আরও পড়ুন:
এই ঘটনার পরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ‘নিগৃহীতা’। সেখানে তিনি বলেন, “আমি একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ। কেউ কিছু বলল না? যদি সে (অভিযুক্ত যুবক) আমায় কোপাত? মানুষজন কি মজা দেখছিলেন?” ওই তরুণীর ভিডিয়োটি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরে নড়েচড়ে বসে পুলিশও। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।