হত্যার আগে কাশ্মীরের সেনাকর্মী ঔরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদ করেছিল জঙ্গিরা। সেই ছবি এসে গেল ইন্টারনেটে।
মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর জন্যেই ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে জঙ্গিরা। ইদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিনকয়েকের ছুটি নিয়ে গত বৃহস্পতিবার নিজের গ্রাম সালানিতে যাচ্ছিলেন ৪৪রাষ্ট্রীয় রাইফেলসের কর্মী ঔরঙ্গজেব। ঠিক সেই সময় গাড়ি থামিয়ে তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা।
মনে করা হচ্ছে, জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য। শোপিয়ানে একাধিক জঙ্গিবিরোধী অভিযানে ঔরঙ্গজেবের যুক্ত থাকার বিষয়টি জঙ্গিদের অজানা ছিল না। পুলওয়ামার কালামপোরা এলাকা থেকে অপহরণের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ১০ কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা গুস্সু এলাকায়। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। তা ভিডিয়ো করা হয়েছিল মোবাইল ক্যামেরায়।