Advertisement
E-Paper

বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রস্তুতি শিলচরে

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জন্য সেজে উঠছে শিলচর। ব্যানার, পোস্টারে ঢেকেছে শহর, শহরতলি। প্রয়াত মণীষী ও বিশিষ্ট জনদের স্মৃতিতে তোরণ নির্মাণের কাজ চলছে। শুক্রবার বিকেলে বঙ্গভবনে তিন দিনের ওই সম্মেলনের উদ্বোধন করবেন সাহিত্যিক বাণী বসু। প্রধান অতিথি বাংলাদেশের সাহিত্যিক ইমদাদুল হক মিলন। থাকবেন অসমের মন্ত্রী অজিত সিংহ, বিধায়ক দিলীপকুমার পাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ০৩:৩১

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জন্য সেজে উঠছে শিলচর। ব্যানার, পোস্টারে ঢেকেছে শহর, শহরতলি। প্রয়াত মণীষী ও বিশিষ্ট জনদের স্মৃতিতে তোরণ নির্মাণের কাজ চলছে। শুক্রবার বিকেলে বঙ্গভবনে তিন দিনের ওই সম্মেলনের উদ্বোধন করবেন সাহিত্যিক বাণী বসু। প্রধান অতিথি বাংলাদেশের সাহিত্যিক ইমদাদুল হক মিলন। থাকবেন অসমের মন্ত্রী অজিত সিংহ, বিধায়ক দিলীপকুমার পাল।

আয়োজক সংগঠনের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী জানিয়েছেন, ওই দিন সকাল সাড়ে সাতটায় শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। তিন দিনের কর্মসূচিতে রয়েছে শ্রীভূমি পত্রিকা এবং কবি পরমানন্দ সরস্বতীর শতবর্ষ নিয়ে দু’টি বক্তৃতা, প্রদর্শনী, বইমেলা, শিশুমেলা। বঙ্গভাষীদের সঙ্গে চা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীর লোকগান শোনাতে ডাকবাংলো প্রাঙ্গণে তৈরি হচ্ছে মঞ্চ। রবিবার সকালে বাঙালি জাতিসত্তার বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। বিকেলে প্রকাশ্য অধিবেশন। সাহিত্যিকদের সঙ্গে মঞ্চে থাকবেন সাংসদ সুস্মিতা দেব। রাতে হবে কাছাড় পুলিশ দলের যাত্রানুষ্ঠান। শনিবার সকালে আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। উপাচার্য সোমনাথ দাশগুপ্ত তার উদ্বোধন করবেন। বক্তাদের মধ্যে থাকবেন ইমদাদুল হক মিলন, জাহিরুল হাসান, অংশুমান কর, জাকির সেতু ও অরিজিত আদিত্য।

আয়োজকদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম দত্ত জানান, সম্মেলনে বদরুজ্জামান চৌধুরীকে ভুবনেশ্বর বাচস্পতি স্মৃতি পুরস্কার, জিতেন নাগকে রামকুমার নন্দী স্মৃতি পুরস্কার এবং সুবীর করকে প্রেমেন্দ্রমোহন গোস্বামী স্মৃতি ভাষা আকাদেমি পুরস্কার প্রদান করা হবে। অন্যান্য ভাষাভাষী লেখকদের মধ্যে ব্রজেন্দ্র সিংহকে অনুরূপা বিশ্বাস স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

silchar bangabhaban barak valley bengali literacy meet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy