পড়শির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিল কিশোরী। কিন্তু এক পুলিশকর্মীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ওই পুলিশকর্মী এবং কিশোরীর পড়শিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত বছরের ডিসেম্বরে এক পড়শির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যান ওই কিশোরী এবং তার মা। তাঁদের অভিযোগ ছিল, প্রতিবেশী যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। যুবককে গ্রেফতারের দাবিতে নির্যাতিতা এবং তার মা থানায় হাজির হন। কিন্তু সেই ঘটনার তদন্তে থাকা এক কনস্টেবলের বিরুদ্ধেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
নির্যাতিতার মায়ের অভিযোগ, মামলায় তাঁদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত কনস্টেবল। সহযোগিতার নামে কিশোরীকে থানায় ডেকে পাঠান তিনি। অভিযোগ, তার পর কিশোরীকে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। তার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, ছবি এবং ভিডিয়ো তুলে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করছিলেন কনস্টেবল। ১৩ ফেব্রুয়ারি কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতার মা। তার পর থেকেই পলাতক ছিলেন কনস্টেবল। সোমবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।