বেঙ্গালুরুতে নিজের দফতরে আত্মহত্যা করলেন রিয়েল এস্টেট সংস্থার এক কর্তা। শুক্রবার সকালে নিজের মাথায় গুলি করেন কনফিডেন্ট গ্রুপের চেয়ারম্যান সিজে রয়। পুলিশ জানিয়েছে, সেই সময় তাঁর দফতরে আয়কর দফতরের তল্লাশি চলছিল। তার মাঝেই এই কাণ্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে রয়ের সংস্থার সঙ্গে যোগ রয়েছে, এমন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। ওই দফতর সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিস মিলেছে রিয়েল এস্টেট কর্তার।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমন্তকুমার সিংহ জানান, অশোকনগর থানার অধীনে থাকা এলাকায় শুক্রবার সকালে রয় নিজের মাথা লক্ষ্য করে গুলি করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারা দেশে থাকেন না।
কেরল, কর্ণাটক-সহ গোটা দক্ষিণ ভারতে ব্যবসা রয়েছে রয়ের সংস্থার। মালয়ালম ছবিও প্রযোজনা করেছিলেন তিনি। সম্প্রতি মালয়ালম টিভিতে সম্প্রচারিত বিগ বস মালয়ালমের প্রযোজনাও করছে রয়ের সংস্থা।