বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার আভাস সামনে আসার পরে পুরোপুরি ‘বল্লে বল্লে’ মেজাজে রয়েছেন ভগবন্ত মান, যাঁকে ভোটের আগেই মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচনে লড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।
বৃহস্পতিবার অন্য চার রাজ্যের সঙ্গে ভোটগণনা পঞ্জাবেও। তার আগের দিন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভগবন্ত মান বলেন— মুখ্যমন্ত্রী নয়, সিএম এর অর্থ তাঁর কাছে ‘কমন ম্যান’ বা সাধারণ মানুষ। গদিতে বসলেও নিজেকে এক বারের জন্যও সাধারণ মানুষের বাইরে তিনি অন্য কিছু ভাববেন না। তিনি হবেন সব মানুষের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বৈষম্যের চিন্তা মাথায় আসতেই দেবেন না।
অর্থাৎ ভাবনায় নিজেকে চণ্ডীগড়ের গদিতে বসিয়েই নিয়েছেন মান। হাত নেড়ে নেড়ে তিনি যে সব কথা বলছেন, তার সবই মুখ্যমন্ত্রী হয়ে কী ভাবে কী করবেন, সেই সবই। সব বুথ ফেরত সমীক্ষার ফলাফলকে ভুল প্রমাণ করে একটা সময়ে দিল্লিতে সরকার গড়েছিলেন তাঁর দলের নেতা কেজরিওয়াল। কিন্তু ভগবন্ত মান এক রকম মেনেই নিয়েছেন, বুথ ফেরত সমীক্ষা মিলছেই এবং পঞ্জাবে তিনিই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বলছেন, “পুরনো পঞ্জাবকে ফেরত চান রাজ্যের মানুষ। আমার স্বপ্ন তাই পুরনো পঞ্জাবকে ফিরিয়ে আনা। পঞ্জাবকে আমি প্যারিস, লন্ডন বা ক্যালিফর্নিয়া বানানোর কথা একেবারেই ভাবি না। পুরনো সেই পঞ্জাবকে ফিরিয়ে দেব আমি, সেই পঞ্জাব স্বপ্নভূমি।”