এ বার রিলায়্যান্স জিও বনাম ভারতী এয়ারটেল। ৯০ এমবিপিএস বনাম ১৩৫ এমবিপিএস।
বৃহস্পতিবার থেকে সারা দেশে চালু হল রিলায়্যান্স জিও-র ফোর-জি পরিষেবা। আর সে দিনই রিলায়্যান্সকে গতি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতী এয়ারটেল। রিলায়্যান্স যেখানে সর্বাধিক ৯০ এমবিপিএস গতিতে ফোর-জি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে এয়ারটেলের দাবি, তাদের নেটওয়ার্কে সর্বাধিক ১৩৫ এমবিপিএস গতিতে ছুটবে ফোর-জি পরিষেবা। এর জন্য আগাম প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে সংস্থা। কেরল এবং মুম্বইয়ে ইতি মধ্যে ‘ক্যারিয়ার এগ্রিগেশন’ নামে উন্নত প্রযুক্তির প্রয়োগ করে, তরঙ্গের বড় ব্লক বানিয়ে এই দুরন্ত গতি গ্রাহকদের উপহার দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
আরও পড়ুন: জিও বিপ্লব, দেশের মধ্যে যে কোনও নেটওয়ার্কে বিনা পয়সায় কল, ফ্রি রোমিং