Advertisement
E-Paper

চেন্নাই নিয়ে কবিতা লিখলেন বিগ বি

বন্যায় ভেসে যাচ্ছে চেন্নাই। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। বলি-কলির অনেক তারকাই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আর কলম তুলে নিয়েছেন অমিতাভ বচ্চন। চেন্নাইয়ের পরিস্থিতি নিয়ে কবিতা লিখলেন তিনি। বৃহস্পতিবার রাতে টুইটারে এই কবিতা পোস্ট করেছেন বিগ বি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫

বন্যায় ভেসে যাচ্ছে চেন্নাই। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। বলি-কলির অনেক তারকাই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আর কলম তুলে নিয়েছেন অমিতাভ বচ্চন। চেন্নাইয়ের পরিস্থিতি নিয়ে কবিতা লিখলেন তিনি। বৃহস্পতিবার রাতে টুইটারে এই কবিতা পোস্ট করেছেন বিগ বি।

হোয়াট আ বিউটিফুল রেনডিশন, আই কেম অ্যাকরোস অন চেন্নাই সিচুয়েশন:

দ্যাট ইমপ্যালপেবল থ্রেড কলড ‘হিউম্যানিটি’..

‘‘ইট’স রেনিং ইন চেন্নাই।

অ্যান্ড ইট’স নট জাস্ট দ্য স্কাইস দ্যাট হ্যাভ ওপেনড আপ…

মেনি হোমস আর লেটিং ইন ওয়াটার, বাট কোয়াইট আ ফিউ আর লেটিং ইন গেস্টস।

দ্য ফার্স্ট ফ্লোরস আর এমব্রেসিং দ্য গ্রাউন্ড ফ্লোরস।

মলস আর ওয়েলকামিং ফুটফলস, অ্যান্ড দ্যাট টু উইদাউট ওয়ালেটস।

মুভি হলস আর কাউন্টিং বক্স অফিস নম্বরস ডিফারেন্টলি।

হোটেলস আর গিভিং আউট ফুডস দ্যাট আর’নট লেফটওভারস ফর আ চেঞ্জ।

ম্যারেজ হলস আর সোলেমাইজিং মোর ম্যারেজেস অফ সোলস দ্যান এভার বিফোর

সোশ্যাল ওয়ালস আর ট্রিটিং ডাউন দেয়ার সিভিল কাউন্টারপার্টস।

১৪০ ক্যারেক্টারস আর ট্রাভেলিং ফাস্টার দ্যান আ ‘১০৮’।

ট্যাক্সি সার্ভিসেস আর প্লেইং বোটস, এমটিসি বাসেস আর প্লেইং লাইক ট্যাক্সিস।

রিলিজিয়াস ডিফারেন্সেস আর বিইং ডজড ইন আ রিলেন্টলেস ডাউনপোর।

পলিটিশিয়ানস আর নি ডিপ ইন ওয়াটার অ্যান্ড পলিটিকস হ্যাজ সাঙ্ক।

বাট লিডারস আর বিইং বর্ন অ্যাট এভরি ওয়াটারলগড জাঙ্কশন।

সোলজারস আর বিইং বর্ন অ্যাট এভরি ডেঞ্জারাস টার্ন।

Big B Amitabh Bachchan poem Chennai Twitter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy