প্রথম দফা ভোটের ঠিক আগে ভোটারদের ভিডিয়োর মাধ্যমে ভোটের বার্তা দিয়ে নতুন বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিরোধী আরজেডির বক্তব্য, এ বার তো নীতীশের মুখের ভাষা কেড়ে নেওয়া শুরু করেছে বিজেপি। কারণ, ভিডিয়ো বার্তায় নীতীশ কুমার যা বলেছেন, তা আসলে বিজেপির ভাষ্য। মুখ্যমন্ত্রী নীতীশকে অন্তত গত দু’দশকে এ ভাবে বাক্যপ্রয়োগ করতে দেখেনি রাজ্য। আরজেডির এক নেতার কথায়, ‘‘এ ধরনের ইঙ্গিতই বুঝিয়ে দিচ্ছে নীতীশের কুর্সি যাওয়া সময়ের অপেক্ষা।’’
বিরোধীদের একাংশের অভিযোগ, নীতীশ মানসিক ভাবে সুস্থ নন। ভোট প্রচারে তিনি যাতে বেফাঁস কিছু করে না ফেলেন তার জন্য চোখে চোখে রেখেছেন দলের নেতারা। এ বারে নীতীশকে যাতে বেশি প্রচারে যেতে না হয়, সে জন্য ভিডিয়ো বার্তার ব্যবস্থা করেছিলেন এনডিএ নেতৃত্ব। সাড়ে তিন মিনিটের ওই বার্তায় আজ নীতীশকে পরিবারবাদ নিয়ে বলতে শোনা যায়। নীতীশ বলেন, ‘‘আমাদের সরকার সকলের জন্য কাজ করেছে। আমি পরিবারের জন্য কিছু করিনি। এখন আর নিজেকে বিহারি পরিচয় দেওয়া অপমানের নয়, বরং গর্বের বিষয়।’’ আরজেডি নেতৃত্বের বক্তব্য, পরিবারবাদের বিষয় তুলে ধরতে গত কুড়ি বছরে নীতীশকে শোনা যায়নি। পরিবারবাদের প্রশ্নে উল্টে সরব থাকে বিজেপিই। তাই যা মনে হচ্ছে, ওই বক্তব্য আসলে বিজেপি তৈরি করে দিয়েছে নীতীশের জন্য। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারির কথায়, ‘‘নীতীশের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে নিজের হাতে তুলে নিয়েছে বিজেপি।’’
গতকাল এবং আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলার রোজগার যোজনা’-তে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য সরকার। ওই টাকা দিয়ে নীতীশ সরকার মহিলাদের ভোট কিনছেন অভিযোগ তুলে এবং সরকারের ওই পদক্ষেপে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে সরব আরজেডি নেতৃত্ব। এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। পাল্টা জবাবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরি বলেন, ‘‘আরজেডি নেতৃত্ব কোনও কালেই মহিলাদের সম্মান করতেন না। এখন এনডিএ সরকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পদক্ষেপ করেছে, তা সহ্য হচ্ছে না বিরোধীদের।
বিহারে মহিলাদের ভোট অনেক কেন্দ্রেই নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। তাই ওই ভোটকে নিজের দিকে টানতে শেষবেলায় মরিয়া সব দলই। আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট। প্রথম দফার প্রচার শেষ হবে মঙ্গলবার। আজ বিজেপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে রাজ্যের মহিলাদের উদ্দেশে বার্তা দিয়ে প্রথম দফার প্রচারে ইতি টানবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)