গ্রেটার নয়ডায় পণের দাবি নিয়ে টানাপড়েনের জেরে বধূমৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। সেই ঘটনার সপ্তাহখানেক কাটতে না কাটতেই এ বার একই ধাঁচের ঘটনা ঘটল বিহারে! বিহারের খাগারিয়া জেলায় এক নববিবাহিতা তরুণীকে পণের দাবিতে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, নিহত তরুণীর নাম ডিসি কুমারী। শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার পরিজনেদের দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। মাত্র এক বছর আগেই ২০ বছরের ওই তরুণীর বিয়ে হয়েছিল খাগারিয়া জেলার বরখন্ডিটোলা গ্রামের বাসিন্দা বিভীষণ যাদবের সঙ্গে। অভিযোগ, চুক্তি সত্ত্বেও বিয়েতে সোনার চেন দিতে পারেননি মেয়ের বাবা। তা নিয়ে বিয়ের পর থেকেই তরুণীকে চাপ দিতে শুরু করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। প্রায়ই তাঁকে মারধর করা হত বলে দাবি।
মৃতার বাবা জানিয়েছেন, তিনি মেয়ের শ্বশুরবাড়ির লোকদের আশ্বাস দিয়েছিলেন যে মাসদুয়েকের মধ্যেই সোনার চেন কিনে দেবেন। কিন্তু তাঁরা শোনেননি। কান্নায় ভেঙে পড়ে মৃতার বাবা বলেন, ‘‘আমি ওদের কাছে মাত্র দু’মাস সময় চেয়েছিলাম। শুনল না ওরা!’’ মৃতার পরিবারের আরও দাবি, শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে তরুণীকে পিটিয়ে খুন করেন। তার পর দেহটি ঝুলিয়ে দেওয়া হয়। মৃতার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
দিন কয়েক আগেই গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূহত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ, পণের ৩৬ লক্ষ টাকা না পাওয়ায় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে নিকি ভাটিকে। ওই ঘটনায় ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধাঁচের ঘটনা ঘটল বিহারে।