প্রবল বর্ষণ, সঙ্গে বন্যা— সব মিলিয়ে বিপর্যস্ত পঞ্জাবের মাধোপুর। সেখানে সেনার তৎপরতায় এক বহুতল থেকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছিল ২২ জন সিআরপিএফ জওয়ান এবং তিন সাধারণ নাগরিককে। উদ্ধারকাজ শেষ হতেই প্রবল বর্ষণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলটি! বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার দুপুর থেকে প্রবল বৃষ্টির জেরে মাধোপুর হেডওয়ার্কসের কাছে একটি বহুতলে আশ্রয় নিয়েছিলেন বন্যাদুর্গতেরা। বুধবার ভোরে তাঁদের উদ্ধার করে সেনা। ভিতরে আটকে পড়া সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য খারাপ আবহাওয়া সত্ত্বেও হেলিকপ্টারের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। শেষ ব্যক্তিকে উদ্ধার করার কিছু ক্ষণের মধ্যেই ওই বহুতলটি ধসে পড়ে।
ইতিমধ্যে ওই ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তার একটিতে দেখা যাচ্ছে, একটি বহুতল থেকে আটকে পড়া বাসিন্দা ও জওয়ানদের উদ্ধার করা হচ্ছে। ঘরের ঠিক সামনে দিয়ে প্রবল বেগে বইছে বন্যার জল। তার মাঝেই হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। পরের আর একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িটি। দ্বিতীয় ভিডিয়োটি প্রথমটির অব্যবহিত পরেই তোলা।
আরও পড়ুন:
উত্তর ভারতে গত তিন-চার দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির জেরে ধস নামায় জম্মু-কাশ্মীরও বিপর্যস্ত। বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধসের কারণে অনেকে আটকে পড়েছেন। বুধবার সকাল পর্যন্ত সেখানে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৩ জন। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও।