Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
marriage

Viral: কলির রাম! ‘স্বয়ম্বর’ সভায় রীতিমতো ধনুক ভেঙে বিয়ে করলেন বিহারের যুবক  

বিহারের সারন জেলার সবলপুরে একটি বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে সেই স্বয়ম্বর সভার আয়োজন করা হয়।

ধনুক ভাঙার সেই  ছবি।

ধনুক ভাঙার সেই ছবি।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ২০:০৮
Share: Save:

সীতার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন রাজা জনক। সেই সভায় শিবের বরদান পাওয়া ধনুক ভেঙেছিলেন রাম। তার পরই সীতা তাঁকে স্বামী হিসেবে গ্রহণ করেন। মহাকাব্য রামায়ণের সেই ঘটনার মতোই স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল বিহারের এক যুবকের বিয়েতে। যা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বিহারের সারন জেলার সবলপুরে একটি বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে সেই স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানের আগে সেই সভা হয়। একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে একটি ধনুকও রাখা হয়। ধীর পায়ে পাত্র এগিয়ে আসেন। তার পর তাঁকে ধনুক তুলতে দেখা যায়। ধনুক ভাঙতেই চার দিক থেকে অতিথিরা পাত্রকে লক্ষ্য করে ফুল ছুড়তে শুরু করেন। ধুনক ভাঙতেই পাত্রী যুবককে স্বামী হিসেবে স্বীকার করেন। দু’জনের মালাবদলও হয়।

বিহারের এই বিয়ে নিয়ে বেশ চর্চা হচ্ছে। নেটাগরিকদের অনেকেই এমন অভিনব আয়োজনকে বাহবা দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE