Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sheikh Hasina

বিপ্লব-হাসিনার সরাসরি কথা নিয়ে উঠল প্রশ্ন

ত্রিপুরা সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা ও নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৫:০৬
Share: Save:

ত্রিপুরা পুলিশের ডিজিপি ভি এস যাদব অপহৃতদের উদ্ধারে বাংলাদেশ সরকারের সদর্থক ভূমিকার কথা বলতে গিয়ে সম্প্রতি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কী ভাবে তিনি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, তা-ও সন্ত্রাসবাদের মতো প্রসঙ্গে বিরোধীরা এই প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এই কাজ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রীতিনীতির বিরোধী।

ত্রিপুরা সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর কাছে সহযোগিতা চাওয়ার বিষয়টি তিনি কেন্দ্রকেও জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা হয়েছে বিপ্লব দেবের। রাজ্য সরকারের তরফে অবশ্য এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও।

কিছু দিন আগে ত্রিপুরার ধলাই জেলায় ভারত-বাংলাদেশের সীমান্তের বেড়া নির্মাণে যুক্ত তিনজন শ্রমিককে অপহরণ করেছিল জঙ্গিরা। গত ২৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরে এসে ডিজিপি যাদবের কাছে চার সশস্ত্র এনএলএফটি(বিএম) জঙ্গি আত্মসমর্পণ করে। তার পরে সাংবাদিকদের ডিজিপি জানান, অপহৃতদের ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ-পারে পুলিশ-বিএসএফের পাশাপাশি বাংলাদেশও সমান তৎপর হওয়ায় অক্ষত ফিরতে পেরেছেন অপহৃতরা।

প্রাক্তন পূর্তমন্ত্রী ও বাদল চৌধুরী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়মকানুন জানেন না। তাঁর বক্তব্য, “আমাদের সময়েও মুখ্যমন্ত্রী বিদেশ মন্ত্রককে জানিয়ে চিঠি লিখেছিলেন। সরাসরি কোনও সময়েই যোগাযোগ করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina Biplab Deb Tripura Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE