জন্মদিনে বাবার কাছে একটাই উপহার চেয়েছিল ছোট্ট সানিয়া। ১১ বছরের সানিয়া সাহুর বহু দিনের ইচ্ছে পুলিশ হওয়ার। তাই বাবা জানতে চাইলে পুলিশের একটা উর্দি পরার আবদার করেছিল সে।
ছত্তীসগঢ়ের রাইপুরের বাসিন্দা সানিয়া আর পাঁচটা বাচ্চার থেকে একটু ‘আলাদা’। ছোটবেলা থেকেই সে দৃষ্টিহীন। বাইরের আলো এসে পৌঁছয় না তার চোখে। সেই সঙ্গে জন্মের পর থেকে ভুগছে কিডনির অসুখে। নিয়মিত ডায়ালিসিস করিয়ে বাঁচিয়ে রাখতে হয় সানিয়াকে।
আরও পড়ুন