ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ কেমন চলছে, তা মাঠেঘাটে নেমে পরখ করে দেখতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার জন্য শনিবার সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যেরা এসআইআর প্রক্রিয়ায় কোনও অনিয়ম থেকে যাচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন। বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের সুবিধা-অসুবিধার দিকটিও যাচাই করে দেখবেন তাঁরা। এর পাশাপাশি এসআইআর নিয়ে জাতীয় স্তরে দলের মধ্যে সমন্বয়ের কাজও করবে এই কমিটি।
সাত সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। সদস্যদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বাকি সদস্যেরা হলেন কে লক্ষ্মণ, কে অন্নামালাই, ওমপ্রকাশ ধনখড়, অলকা গুর্জর এবং জামইয়াং শেরিং নামগয়াল।
বিহারের পর দেশের ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান, কেরল, গুজরাতে ‘অতিরিক্ত কাজের চাপে’ বিএলও-রা মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর ‘আতঙ্ক এবং কাজের চাপে’ শুধু পশ্চিমবঙ্গেই ৩১ দিনের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। অন্য রাজ্যগুলি বিজেপি-বিরোধী দলগুলি এই বিষয়ে সরব।
এই পরিস্থিতিতে অভিযোগের সত্যসত্য খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। শনিবার থেকেই কমিটির সদস্যেরা এসআইআর হচ্ছে, এমন রাজ্যগুলির বিভিন্ন এলাকায় যাওয়া শুরু করেছেন। শনিবার নদিয়া জেলার কয়েকটি জায়গায় গিয়ে এসআইআর প্রক্রিয়া, তার সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন কমিটির সদস্য অনির্বাণ।
নানা অভিযোগ এবং বিতর্কের মধ্যেও কমিশন জানিয়েছে, দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৮ নভেম্বর পর্যন্ত ৯৯ শতাংশেরও বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে।