Advertisement
৩১ মার্চ ২০২৩
COVID-19

COVID CONTROVERSY: মোদীকে ‘উলঙ্গ রাজা’ বলে বিজেপি-র ট্রোল বাহিনীর শিকার গুজরাতের কবি

‘শববাহিনী গঙ্গা’ গত ৫দিনে অন্তত ৬টি ভাষায় অনূদিত হয়েছে। সেই সব দেশবাসীর মন জিতে নিয়েছে, যাঁরা কেন্দ্রের ভূমিকায় কিছুটা বিরক্তও।

পারুল কক্কর।

পারুল কক্কর।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২৩:০১
Share: Save:

১৪ লাইনের কবিতা। তার ছত্রে ছত্রে বিদ্রুপ দেশের সরকারের প্রতি। সেই কবিতাতেই দেশকে ‘রামরাজ্য’ এবং প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে ‘উলঙ্গ রাজা’ বলে মন্তব্য করে বিজেপির বিষ নজরে পড়লেন এক গুজরাতি কবি। নাম পারুল কক্কর।

তাঁর লেখা কবিতা ‘শববাহিনী গঙ্গা’ গত ৫দিনে অন্তত ৬টি ভাষায় অনুদিত হয়েছে। ১১ মে নেটমাধ্যমে কবিতাটি প্রকাশ করেছিলেন পারুল। এরই মধ্যে তা সেই সব দেশবাসীর মন জিতে নিয়েছে, যাঁরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং কিছুটা বিরক্তও।

পারুলের লেখায় দেশের বর্তমান পরিস্থিতি, মানুষের হাহাকার আর অতিমারি মোকাবিলায় মোদী সরকারের অব্যবস্থা, উদাসীনতা স্পষ্ট ধরা পড়েছে বলে এক বাক্যে মেনে নিয়েছেন নেটাগরিকরা। আর পারুলের কবিতার এই অতি জনপ্রিয়তাই একেবারে পছন্দ হয়নি বিজেপির।

পারুলের কবিতার প্রথম কয়েক লাইনের অনুবাদ করলে দাঁড়ায়,

মৃতেরা একযোগে বলল ‘সব অচ্ছে সব অচ্ছে’

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

শ্মশানে তিল ধারণের জায়গা নেই

শেষ হয়েছে জ্বালানির কাঠের স্তূপ

মৃতদেহ বয়ে কাঁধ ক্লান্ত আমাদের

কান্না শুকিয়ে রিক্ত হয়েছে চোখ

দ্বারে দ্বারে ঘুরে যমদূত মৃত্যুনাচন নাচছে

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

কবিতার শেষে ঝকঝকে পোশাক আশাকের প্রসঙ্গ টেনে পারুল পরোক্ষে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছন, তাঁর ‘দোদীপ্যমান জ্যোতি’র কথা বলে। পারুল লিখেছেন, ‘‘হায় রাজা, যদি মানুষ তোমার আসল চেহারাটা জানত! হায় যদি বুঝতে পারত যে তুমি আসলে মণি নও। সাধারণ পাথর। হায়, যদি কারও সাহস হতো তোমাকে বলার, রাজা তোর কাপড় কোথায়!’’

বস্তুত একসময়ে এই পারুলকেই গুজরাতি কবিতার পরবর্তী বিগ্রহ বলে প্রশংসা করেছিলেন অতি ডানপন্থী দল ঘেঁষা বিদ্বজ্জনেরা। আপাতত সেই পারুলই নেটমাধ্যমে বিজেপির ট্রোলবাহিনী কটাক্ষের শিকার। তবে দেশের বিদ্বজ্জনেদের একটি বড় অংশ বিজেপির এই সমালোচনার বিরুদ্ধে পারুলের পাশেও দাঁড়িয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.